শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাথা নাড়াতে থাকেন কামরান গুলাম। চোখ মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল থিতু হওয়ার পর এমন শট খেলায় তাঁর কী পরিমাণ আফসোস হচ্ছে! তিনিই মুলতানে আজ টেস্ট ক্যারিয়ারের অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তানও।
পাকিস্তানের ১৪ তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন গুলাম। ২২৪ বলে করেছেন ১১৮ রান। মেরেছেন ২২ চার ও ১ ছক্কা। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রানে। 
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বরাবরের মতো এবারও ব্যর্থ সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শফিককে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন জ্যাক লিচ। ডিফেন্স করতে গিয়ে শফিক বলটা যেন চোখেও দেখেননি। দ্রুত গতিতে ভেঙে যায় অফ স্টাম্প। ২৮ বলে ১ চারে ৭ রান করেন শফিক। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। শফিক-সাইম এখন পর্যন্ত যে ৯ ইনিংসে জুটি উদ্বোধন করেছেন, সেখানে আজই হয়েছে সর্বোচ্চ রান (১৫)। 
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাসুদ। অধিনায়ক হয়ে কোথায় তাঁর দায়িত্ব নেওয়ার কথা, সেখানে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে লিচকে আলতো করে ফ্লিক করেন মাসুদ। শর্ট মিড উইকেটে ক্যাচ ধরেন জ্যাক ক্রলি। ৭ বলে ৩ রান করে মাসুদ বিদায় নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ২ উইকেটে ১৯ রান।