চার নম্বরে ব্যাটিংয়ে নামা গুলাম বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেছেন। সাইমের সঙ্গে তৃতীয় উইকেটে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। স্বাগতিকদের তৃতীয় উইকেটের জুটিটা ভেঙেছেন ম্যাথু পটস। ৫৬ তম ওভারের শেষ বলে পটসকে তুলে মারতে যান সাইম। মিড অফে ক্যাচ লুফে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ১৬০ বলে ৭ চারে ৭৭ রান করেন সাইম। পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার ফেরার পর দলটি দ্রুত আরও একটি উইকেট হারায়। ৬১ তম ওভারের পঞ্চম বলে সৌদ শাকিলকে (৪) ফেরান ব্রাইডন কার্স।
১০ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬০.৫ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। স্বাগতিকেরা যখন আবার ধাক্কা খেল, তখন আবার প্রতিরোধ গড়েন গুলাম। ২৯ বছর ১৯২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭৪ তম ওভারের শেষ বলে জো রুটকে ডিপ মিড উইকেট দিয়ে পুল করে তিন অঙ্ক ছুঁয়েছেন গুলাম। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। জুটিটির স্থায়িত্ব ছিল ১৪১ বল। ৮৫ তম ওভারের দ্বিতীয় বলে বশিরকে বেশি এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছে গুলাম। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৮৪.২ ওভারে ২ উইকেটে ২৪৩ রান। রিজওয়ান ও সালমান ব্যাটিং করছেন ৩৭ ও ৫ রান করে।
বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ, অফ স্পিনার সাজিদ খান-স্বীকৃত এই স্পিনার নিয়ে পাকিস্তান সাজিয়েছে দ্বিতীয় টেস্টের একাদশ। টেস্টে অভিষিক্ত গুলামও খন্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। অভিষেক টেস্টে পাকিস্তানের সবশেষ সেঞ্চুরিয়ান আবিদ আলী। ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান করে অপরাজিত ছিলেন আবিদ।
0 Comments