একাধিক মামলার আসামী মো. কামাল হোসেন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪:

গাজীপুরের কালীগঞ্জে  ২০ পিছ ইয়াবাসহ একাধিক মামলার আসামী মো. কামাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


 বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে উপজেলা তুমলিয়ার টেক মানিকপুর এলাকা থেকে ওই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যার নং-১৬।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

 গ্রেফতারকৃত মো. কামাল হোসেন উপজেলার তুমলিয়ার মানিকপুর এলাকার আব্দুল বাছির উদ্দিনের ছেলে।

ওসি বলেন, বৃহষ্পতিবার রাত ১২ টার দিকে কামাল হোসেন তার বসত বাড়ির সামনে মাদক বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. ইব্রাহিম শেখ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আগে ৩টি মাদক মামলা ছিল।