বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু বলেন, দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ফলে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা বেড়েছে, যে কারণে দামও খানিকটা বেড়েছে।

আজ বিকেলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে আমদানি করা পেঁয়াজের গাড়িগুলো নিয়মিত আসছে। এ ছাড়া আসছে দীপাবলি উপলক্ষে ভারতের পাইকারি আড়তগুলোতে আট দিন পেঁয়াজ কেনাকাটা বন্ধ থাকবে। ফলে পেঁয়াজের আমদানি ও সরবরাহ কিছুটা কমে যাবে, যে কারণে দাম বেড়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।’

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের ১৬ কর্ম দিবসে ভারত থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।