জেলা প্রতিনিধি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ লিটার চোলাই মদ ও ১০০ লিটার মদ তৈরীর উপকরণসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার পৌরসভার ঈশ্বরপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন রঞ্জন দাস (২৮), পিতা: শ্রী ধীরেন্দ্র চন্দ্র দাস, রণি চন্দ্র দাস জনি (২৩), পিতা-মৃত অনিল চন্দ্র দাস এবং মো. আরিফ (৩০), পিতা-মৃত অহিদ। তারা সকলেই ঈশ্বরপুর এলাকার বাসিন্দা।

ওসি বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরেই মাদক তৈরী এবং তা বিক্রি করে আসছিল। গতকাল রাতে আমাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় ঈশ্বরপুর এলাকায়। সেখানে জনৈক সুনীল চন্দ্র দাসের পরিত্যাক্ত মুরগীর খামারে তল্লাশী করলে সেখানে মদ ও মদ তৈরীর উপকরণ পাওয়া যায়।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয় যার মামলা নং-৩১। বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।