জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশকাল: ২৮ অক্টোবর ২০২৪:
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে "মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক" সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতা, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।

অনুষ্ঠানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.ইমাম রাজু টুলু।

প্রধান অতিথির বক্তব্য এস.এম. ইমাম রাজী টুলু বলেন, মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি। তাই সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত রজিউল্লাহ, উপজেলা মৎস কর্মকর্তা আবু সামা, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, সমাজ সেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন,‌ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলি, সুশীল সমাজের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।

এর আগে অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাদকের কুফল তুলে ধরা হয়।