মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
১ নভেম্বর ২০২৪:
মনোহরগঞ্জ উপজেলায় ১ কেজি গাঁজা ও ৩০পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁ গ্রামের রফিক মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম-(৪৫)কে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে এবং সে পলাতক আসামি। 

পুলিশের সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে মনোহরগঞ্জ থানার এসআই মো. আবুল কালাম ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান চালিয়ে বাইশগাঁও (পূর্ব পাড়া) সাকিনের জমাদ্দার বাড়ীর জনৈক জহির এর বসতঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামির দেহ তল্লাশি করে ব্যাগে পলিথিন দ্বারা মোড়ানো ১ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।