জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪:

গাজীপুরের কালীগঞ্জে কার্ভাডভ্যান চাপায় মোস্তাফিজুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় মটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১) ও অপর আরোহী নাহিদুল আকন্দ (২০) গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান পার্শবতী শ্রীপুর  প্রহলাদপুরের মারতা এলাকার সিরাজ উদ্দিন আকন্দের ছেলে। তার সাথে থাকা আহতরা হলেন একই এলাকার ছানাউল্লাহ খন্দকারের ছেলে নিলয় খন্দকার ও  রফিকুল ইসলামের ছেলে নাহিদুল আকন্দ।

বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফুটবল খেলা দেখার জন্য তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেলে কালীগঞ্জের জামালপুর এলাকায় যাচ্ছিল। যাওয়ার পথে আজমতপুর চৌরাস্তা সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে গেলে মোটরসাইকেলের চাকা স্লিপ খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা গাজীপুর গামী কার্ভাডভ‍্যানের (ঢাকা মেট্রো অ ১১-৩৯০৯) নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে মোটরসাইকেলে চালকসহ দুইজন গুরুতর আহত হলেও ঘটনাস্থলেই প্রাণ হারায় মোস্তাফিজুর।

এসআই বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত মুস্তাফিজের মরদেহ উদ্ধার করে তা প্রাথমিক সুরতহাল নির্ণয় করি। পরে নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় বিনা মানতান্তে নিহতের পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করি।