অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৪:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে শনিবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন, যা তেহরান ও তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

খামেনি এদিন তেহরানে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমাদের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্র, তাদের জানা উচিত ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে তাদের অপতৎপরতার কঠিন ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

তিনি তার বক্তৃতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসসহ তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের কথা উল্লেখ করেন।

ইরানপন্থী গোষ্ঠী এবং ইরাক ও সিরিয়া থেকেও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের ওপর হামাসের নজিরবিহীন হামলার পর প্রায় এক বছর ধরে হিজবুল্লাহ ও ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ইসরায়েল ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর এই সংঘাতকে আরো বৃদ্ধি করে।

এ ছাড়া তেহরানের ১ অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।