জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪:
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪:
গাজীপুরের কালীগঞ্জে লাউ চুরির অভিযোগে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) কে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেফতার করেছে র্যাব-১।
বুধবার (২৭ নভেম্বর) সকালে ফালানকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
গ্রেপ্তার হওয়া ফালান উপজেলার বাহাদুরসাদী এলাকার মৃত তালেব আলীর ছেলে। হত্যা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
হত্যার শিকার নিহত শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে।
জানা গেছে, বিল্লাল হোসেন বিলোর গৃহকর্মী লাউ চুরি করেছে এমন অভিযোগে আসামি ফালানসহ কয়েকজনের সাথে বিল্লাল হোসেন বিল্লুর তর্ক হয়। এরই জেরে ১৯৯৫ সালের ৭ ই ডিসেম্বর আসামি ফালান বিল্লাল হোসেন বিলুকে বাড়ি থেকে ডেকে বাজারে নিয়ে যায়। পরে সেখানে লাউ চুরির বিষয়ে দুজন তর্কে জড়িয়ে পড়লে আসামি ফালান বিল্লাল হোসেন বিলুর মাথায় কুড়াল দিয়া আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় বিলু সড়কে উঠে আসলে সেখানে আরো কয়েকজন বিলুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় আসামি আব্দুল আজিজ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিল্লালকে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় (৭ ডিসেম্বর) রাতে নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে ঘটনায় জড়িত ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, আজিজ, ওসমান, ছামাদ, হুমায়ুন, রুস্তম আলীসহ মোট ১০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই ঘটনার পর থেকে আসামি ফালান আত্মগোপনে চলে যান।
দীর্ঘ দুই বছর তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২১ বছর শুনানি শেষে ২০১৮ সালের ২৩ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ঘটনাযর সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় পলাতক আসামি ফালানসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক ছিলেন।
এর আগে একই মামলায় দীর্ঘ ২৭ বছর পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি আব্দুল আজিজকে ২০২২ সালের ১৬ আগস্ট গ্রেপ্তার করেছিল র্যাব-১।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিল ওকে হত্যার অভিযোগে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিদের অনেকদিন ধরেই গ্রেপ্তার চালিয়ে আসছিল কালিগঞ্জ থানা পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সহযোগিতা চাওয়ার পর র্যাব-১ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেফতারে সমর্থ হয়। পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments