প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪:
গাজীপুরের কালীগঞ্জে
মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী মোছাঃ রেহানা বেগমকে (৫৯) গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে একাধিক মামলার আসামী।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বালীগাঁও এলাকা থেকে তাকে
গ্রেপ্তার করে আজ তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে
প্রেরণ করা হয়।
বিষয়টি
নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
গ্রেপ্তারকৃত রেহানা উপজেলার
বালীগাঁও
এলাকার মাদক ব্যবসায়ী হযরত আলীর স্ত্রী। সে ওই এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে সর্বমহলে
পরিচিত।
জানা গেছে, গোপন
সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বালীগাঁও এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান
পরিচালনা করে পুলিশ। সে সময় মাদক
সম্রাজ্ঞী রেহানা বেগমকে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের
নেতৃত্বে দিয়েছে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাসুদ রানা শামীম।
ওসি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। এই রেহানা একজন মাদক সম্রাজ্ঞী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২’শ ৫০ গ্রাম মাদক সহ তাকে আটক করি এবং তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৪। আজ তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
0 Comments