কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলি যুক্ত চিংড়ি জব্দ ও ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। 


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।


দণ্ডপ্রাপ্ত হরে রাম (৪০) উপজেলার চান্দাইয়া এলাকার হরেন্দ্র চন্দ্র দাসের ছেলে।


জানা গেছে, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায় ০১ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের জেলিযুক্ত চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযানে প্রসিডিটর হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামা ও বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।