সর্বশেষ

6/recent/ticker-posts
Banglar Pata
  • হোম
  • জাতীয়
  • অর্থনীতি
  • খেলা
  • রাজনীতি
  • প্রযুক্তি
  • বিনোদন
  • সারা দেশ
  • _বিভাগ
  • __ঢাকা
  • __চট্টগ্রাম
  • __রাজশাহী
  • __খুলনা
  • __সিলেট
  • __বরিশাল
  • __রংপুর
  • __ময়মনসিংহ
  • আবহওয়া
  • ইসলাম
  • Home
  • About
  • Contact
Homeবিশ্বইরানের ওপর ইইউর ব্যাপক নিষেধাজ্ঞা

ইরানের ওপর ইইউর ব্যাপক নিষেধাজ্ঞা

Banglar Pata October 15, 2024

 


অনলাইন ডেস্ক 
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪,
রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর অভিযোগ তুলে ইরানের ওপর ব্যাপক-বিস্তৃত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী, দেশটির জাতীয় এয়ারলাইনস ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তাসহ আরও কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিল সোমবার বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে অস্ত্র ও সরঞ্জাম দেওয়ার সঙ্গে জড়িত থাকায় ইরানের সাত ব্যক্তি ও বেশ কিছু প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। 
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী সাইয়েদ হামজাহ গালান্ধারি, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এলিট ফোর্স আল-কুদস ফোর্সের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। এ ছাড়া, ইরানের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা ইরান এয়ার এবং আরও দুটি বিমান পরিবহন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়ন এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে ইরানের সমর্থন অগ্রহণযোগ্য এবং অবশ্যই বন্ধ করতে হবে। তাই আমি রাশিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরের প্রতিক্রিয়া হিসেবে ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞা গ্রহণকে স্বাগত জানাই। এ ধরনে পদক্ষেপ আরও দরকার।’ 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহাও ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ইরানকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘যারা আগ্রাসন সমর্থন করে, তাদের অবশ্যই সেই সমর্থনের দায়ভার নিতে হবে এবং মূল্য দিতে হবে।’ 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের দাবি অস্বীকার করেছে বলেছেন, তেহরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে না। তিনি এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘কিছু ইউরোপীয় দেশ ও যুক্তরাজ্য দুর্ভাগ্যবশত প্রমাণ ছাড়াই দাবি করেছে যে ইরান এই সংঘাতে সামরিক হস্তক্ষেপ করেছে, যা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।’ 

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরান ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য-প্রমাণ আছে। এর পরপরই ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে এই নিষেধাজ্ঞা এল। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেই সময় অস্বীকার করেছিলেন, আগস্টে তিনি দায়িত্ব গ্রহণ করার পর তেহরান রাশিয়ার কাছে কোনো অস্ত্র হস্তান্তর করেনি। তিনি বলেন, ‘এটি সম্ভবত অতীতে সরবরাহ করা হয়েছিল।’ 

উল্লেখ্য, ইইউ সদস্য দেশগুলো—হাঙ্গেরি ছাড়াও—রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনকে প্রায় ১২ হাজার ৯০০ কোটি ডলার বা ১৫ লাখ ৪৩ হাজার কোটি টাকার বেশি মূল্যের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে।

বিশ্ব
  • Newer

  • Older

Banglar Pata

Posted by Banglar Pata

You may like these posts

Post a Comment

0 Comments

Social Plugin

Subscribe Us

Most Popular

Facebook

Tags

  • অর্থনীতি
  • আবহাওয়া
  • ইসলাম
  • খুলনা
  • খেলা
  • চট্টগ্রাম
  • জাতীয়
  • ঢাকা
  • প্রযুক্তি
  • বরিশাল
  • বিনোদোন
  • বিশ্ব
  • ভিডিও
  • ময়মনসিংহ
  • রংপুর
  • রাজনীতি
  • রাজশাহী
  • সারা দেশ
  • সিলেট

Categories

  • অর্থনীতি (11)
  • আবহাওয়া (1)
  • ইসলাম (1)
  • খুলনা (2)
  • খেলা (19)
  • চট্টগ্রাম (3)
  • জাতীয় (49)
  • ঢাকা (36)
  • প্রযুক্তি (2)
  • বরিশাল (1)
  • বিনোদোন (13)
  • বিশ্ব (29)
  • ভিডিও (3)
  • ময়মনসিংহ (1)
  • রংপুর (1)
  • রাজনীতি (15)
  • রাজশাহী (3)
  • সারা দেশ (23)
  • সিলেট (4)
Banglar Pata

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Random Posts

3/random/post-list

Popular Posts

Footer Menu Widget

  • Home
  • About
  • Contact Us
Crafted with by Blogging | Distributed By Theme

Contact form