জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪:
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪:
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রতন দে (৫৫) নামে একজনের মৃত্যু হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার বালীগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন দে উপজেলার বালীগাঁও এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় ‘মিতা স্টুডিও’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ওসি বলেন, প্রতিদিনের মতো সকালে নিহত রতন দে হাটার সময় নাভানা প্লাস্টিক কারখানা এলাকায় গেলে অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
0 Comments