জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪:

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার পৌরসভার আড়িখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 


অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরি তাসমিন ঊর্মি।


ভ্রাম্যমান আদালতের বিচারক নুরি তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার পৌরসভার আড়িখোলা এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘন  করায় মাসুদুল ইসলাম (২০) কে ৭ হাজার ও মো. রমজান আলী (৫৩) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।


এ সময় বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।