জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪:

গাজীপুরের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ । 
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময়  উপজেলা নির্বাহী কর্মকতা তনিমা আফ্রাদ উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে কালিগঞ্জ উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ওমর আলী মোল্লা, আব্দুর রহমান আরমান, রফিক সরকার, মাহফুজা আফরিন মনি, আহমদ আলী, রাসেল মিয়া, আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ গত ১০ নভেম্বর  উপজেলায় যোগদান করেন। 
এর আগে তিনি গাজীপুর জেলা অফিসে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী এলাকার স্থায়ী বাসিন্দা।