প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪:
কালীগঞ্জে দেশীয় চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়ার দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নারী মাদক কারবারী ববি গমেজ (৩৫) ওই এলাকার উজ্জল দরেজের স্ত্রী।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে ববি গমেজ তার নিজ বাড়িতে চোলাইমদ তৈরী ও তা আশেপাশের অঞ্চলে বিক্রি করে আসছিল। আমারা গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় ঘটনাস্থল থেকে ২৫ টি ১০ লিটার, ৫টি ২০ লিটার , ৫০০ গ্রাম ওজনের ৪০ টি পলিথিনের চোলাই মদ ভর্তি প্যাকেটের সাথে ৪ ড্রাম মদ তৈরীর উপকরণ জাওয়া/ওয়াশ জব্দ করি।
তিনি আরো জানান, ববি গমেজের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে , যার মামলা নং-১৬। তাকে জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের জন্য পাঠানো হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
0 Comments